Homeসারাদেশচুয়াডাঙ্গাআলমডাঙ্গায় সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে ৩ জনকে কুপিয়ে জখম

আলমডাঙ্গায় সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে ৩ জনকে কুপিয়ে জখম

print news

জনতার ডাক ডেস্ক:
আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোপাকুপিতে ইয়াহিয়া (৬০), ইসমাইল (৪৫) এবং খোকন (৪০) নামের তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নের মোচাইনগর বোরিং সংলগ্ন দাড়িপুর মাঠে এ ঘটনা ঘটে। আহত ইয়াহিয়া মোছাইনগর পশ্চিম পাড়ার মৃত. আফজাল মন্ডলের সেজো ছেলে, ইসমাইল আফজাল মন্ডলের ছোট ছেলে এবং খোকন ইয়াহিয়ার ছেলে।

জানা গেছে, মোছাইনগর দাড়িপুর মাঠে বোরিংয়ের কাছে জমির সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে ইসমাইল ও তার বড় ভাই বাদলের সাথে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ইসমাইলকে হাসুয়া দিয়ে কোপ দেয় বাদল ও বাদলের ছেলে টিটন। এসময় ঠেকাতে আসে তাদের সেজো ভাই ইয়াহিয়া ও ইয়াহিয়ার ছেলে খোকন। হাসুয়ার কোপে তারাও গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেন তাদের প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

দশ জনপ্রিয় সংবাদ