Homeসারাদেশচুয়াডাঙ্গাকার্পাসডাঙ্গা বয়রা গ্রামে জমিজমা সংক্রান্ত শত্রুতার জের মারধর :উভয়পক্ষে আহত-৬

কার্পাসডাঙ্গা বয়রা গ্রামে জমিজমা সংক্রান্ত শত্রুতার জের মারধর :উভয়পক্ষে আহত-৬

print news

ভ্রাম্যমান প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বয়রা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মারামারিতে উভয় পক্ষের ৬ আহত হবার ঘটনা ঘটেছে।সেই সাথে ভুক্তভোগী এক প্রবাসীর পরিবারকে প্রাননাশের হুমকি সহ তার পানির ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে,গত পরশু মঙ্গলবার সকালে বয়রা গ্রামের নলেম মন্ডলের ছেলে আহমদ আলী তার নিজের জমিতে একটা ছোট পানির হাউজ করছিলো।এসময় প্রতিবেশী শাহাদতের ছেলে ফারুক তাদের নারকেল গাছে শিকড় কাটা পড়েছে অভিযোগ তুলে মারপিট শুরু করে।আহমদ আলীর ছেলে লাল্টু জানান শাহাদতের ছেলে ফারুক,মমিন ও মমিনের ছেলে হোসেন মিলেনা তাদের বেধড়ক মারপিট করে এতে করে তার পিতা আহমদ আলী,তার তিন সহোদর নাজমুল, দেলোয়ার, মাহবুবুর গুরুত্বর আহত হয়।আহমদ আলী সহ তাদের ভাইদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।তার পিতা ও ভাই এর হাত ভেঙ্গে গেছে।

লাল্টু আরো জানান তারা মারামারির পরে গতকাল বুধবার সকালে আমার ড্রেনের মুখ বন্ধ করে দিয়েছে ও আমাকে ও আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।আমি চরম আতংকে দিন পার করছি।আমার শিশু বাচ্চা নিয়ে রাতে ঘুমাতে ভয় পাচ্ছি।এ বিষয়ে জানতে মিজানুরের সাথে কথা বললে তিনি মারামারির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমাদেরও দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।প্রবাস ফেরত লাল্টুর পরিবারে নিরাপত্তা নিশ্চিতে বিষয়টির প্রতি সুনজর দিয়ে যথাযথ আইনগত ব্যাবস্থা নিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

দশ জনপ্রিয় সংবাদ