Homeসারাদেশচুয়াডাঙ্গাদামুড়হুদায় ভুট্টাবীজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

দামুড়হুদায় ভুট্টাবীজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

print news

দামুড়হুদা অফিসঃ
দামুড়হুদায় ভুট্টাবীজ ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা বেগোপাড়ায় জুয়েল সীডের উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এসআর এন্টারপ্রাইজের পরিচালক দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সাবেক সভাপতি আশরাফুল আলম।

প্রধান অতিথি ছিলেন জুয়েল সীডের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জুয়েল সীডের জেনারেল ম্যানেজার রেজাউল করিম। ডিএম শাকিল আহমেদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মেসার্স টুকিটাকি স্টোরের স্বত্বাধিকারী হাজি মো: মোফাজ্জেল হক, বীজ ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ানপুরের শাহাজাহান আলী, জাফরপুরের রাজা মিয়া, প্রভাষক ফরিদ উদ্দিন, মোক্তারপুরের শামসুল ইসলাম, কার্পাসডাঙ্গার আবু সাঈদ ও মুকুল মোল্লা, দামুড়হুদার আবু বকর, সাইদুর রহমান, ছানোয়ার হোসেন, ভান্ডারদোহার আব্দুল মজিদ, দক্ষিণ চাঁদপুরের মিনারুল হক, বলিয়ারপুরের পাইলট, সুবলপুরের মিজানুর রহমান, আকুন্দবাড়িয়ার রাব্বি, জিন্নানগরের বিশু মিয়া, মিলন-৫৫ বীজের মাহমুদুল আলম মিলনসহ ১২০ জন ভুট্টাচাষি ও বীজ ব্যবসায়ী।
সার্বিক সহোযোগিতায় ছিলেন সেলস অফিসার আনোয়ারুল হক

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

দশ জনপ্রিয় সংবাদ