Homeসারাদেশচুয়াডাঙ্গাদামুড়হুদার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

দামুড়হুদার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

print news

স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। শনিবার দুপুর পৌনে একটার দিকে সরেজমিনে এসে তিনারা এসব পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক খোঁজখবর নেন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় এ বছর ১২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও সার্বক্ষণিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও সাদা পোশাকে ডিবি, ডিএসবি এবং ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক মাঠে কাজ করবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, দামুড়হদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর, পুলিশ পরিদর্শক (নি:) জনাব মাহামুদুর রহমান, ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

দশ জনপ্রিয় সংবাদ