HomeUncategorizedদিনাজপুরের নবাবগঞ্জে বড় দিন উপলক্ষে ফ্রী হাট

দিনাজপুরের নবাবগঞ্জে বড় দিন উপলক্ষে ফ্রী হাট

print news

আজ বড় দিন। খ্রিস্ট ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব বড় দিন মানেই চোখে ভেসে উঠে পাঁচতারকা হোটেলের জমকালো আয়োজন। কিন্তু জমকালো আয়োজনের ছিটেফোঁটাও পৌঁছায়না দূর্গম অঞ্চলে। এই কারনে বড় দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরের নবাবগঞ্জে মুক্তির বন্ধন ফাইন্ডেশনের আয়োজনে ফ্রী হাটের ব্যবস্থা করা হয়েছে।

বড় দিনের ফ্রী হাট থেকে ক্রয়সামর্থহীন পরিবারের সদস্যরা বিনা পয়সায় নতুন জামা কাপড়, তেল, সাবান, কসমেটিকস, ময়দা, মুরগী এবং শিশুদের জন্য নানা উপহারসহ নিতে পারছেন। ২৫টি পরিবারের শতাধিক খ্রীস্টধর্মাবলম্বী বিনামূল্যে এসব উপহার পেয়ে উচ্ছসিত।

সোমবার (২৫ ডিসেম্বর) উপজেলার তর্পনঘাট গোলাবাড়ি আদিবাসী পল্লীতে ফ্রী হাটের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম, মুক্তির বন্ধন ফাউন্ডেশনের প্রোগাম সমন্বকারী কর্মকর্তা হাবিবুর বাসার সুমন, ফরেস্টার রোকোনুজ্জামান, ভাদুড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রবিউল ইসলামসহ অনেকেই।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

দশ জনপ্রিয় সংবাদ