Homeসারাদেশচুয়াডাঙ্গাবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

print news

দামুড়হুদা প্রতিনিধিঃ 

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ তছিম উদ্দীন। এসময় তিনি তার বক্তব্য বলেন. শিক্ষকরা হলো একটি মোমবাতির মতো, যাঁরা নিজে প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন। একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পরিবারের পরেই সমাজের সবচেয়ে দায়িত্ববান এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো শিক্ষক।

দিবসটি উপলক্ষে তিনি তার শ্রদ্ধেয় সকল শিক্ষক-শিক্ষিকা সহ বিশ্বের সকল শিক্ষক-শিক্ষিকাকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।

যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এ সমাজ উন্নতির অবস্থানে এসেছে সেই সকল প্রিয় শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ সকল ছাত্রছাত্রীবৃন্দ। 

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

দশ জনপ্রিয় সংবাদ