HomeUncategorizedভেড়ামারায় নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে  শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত

ভেড়ামারায় নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে  শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত

print news

মো: লিটন উজ্জামান,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

“শিক্ষার আলো জ্বালাব, ডিজিটাল বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভেড়ামারা উপজেলার ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট ও ৭ম শ্রেণীর নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে  শিক্ষা উপকরণ মেলা-২৩ অনুষ্ঠিত হয়েছে।

ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল আজিজ

বুধবার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আওরঙ্গজেব সেলিম, সাবেক ইউপি সদস্য আনোয়ার মেম্বার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আশরাফুল ইসলাম, রানা বিশ্বাস, আক্কাস আলী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

আব্দুল আজিজ বলেন, শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন আমাদের আসার সঞ্চার ঘটেছে। এরাই পারবে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

দশ জনপ্রিয় সংবাদ