HomeUncategorizedমানিকগঞ্জে গাঁজা সহ ১ জন আটক

মানিকগঞ্জে গাঁজা সহ ১ জন আটক

print news

স্টাফ রিপোর্টার, মোঃ মাহাবুব আলম তুষারঃ
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম আশ্রয়ন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশীদ।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়,
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার আব্দুস সামাদ এর ছেলে মো: ইয়াসিন আলী (২২), কে তার বসত ঘর হতে গাঁজা সেবনরত অবস্থায় ২০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয় । মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

মানিকগঞ্জ সদর
উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল কর্তৃক আসামীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও সর্বমোট ১০০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।

দন্ডিত আসামীকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

দশ জনপ্রিয় সংবাদ