HomeUncategorizedশাজাহানপুরে এসিল্যান্ডের স্বাক্ষর নকল করে জাল নামজারি খতিয়ান ও ডিসিআর সৃজন, আটক...

শাজাহানপুরে এসিল্যান্ডের স্বাক্ষর নকল করে জাল নামজারি খতিয়ান ও ডিসিআর সৃজন, আটক ১

print news

নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ার শাজাহানপুরে এসিল্যান্ডের স্বাক্ষর নকল করে জাল নামজারি খতিয়ান ও ডিসিআর সৃজন দায়ে জাকিউল আলম লিমন নামের এ চক্রের সদস্যকে আটক হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা দুবলাগাড়ী দোকানে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতে তাকে আটক করেন।
এসময় তার দোকান সিলগালা ও মালামাল জব্দ করেন।
গ্রেফতারকৃত লিমন বগুড়ার শেরপুর উপজেলা টাউন কলোনী এলাকার জমিস উদ্দিনের ছেলে।সে শাজাহানপুর উপজেলা দুবলাগাড়ী হাটে লিমন ফটোকপি এন্ড কম্পিউটার নামে একটি দোকান পরিচালনা করতেন।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

দশ জনপ্রিয় সংবাদ