HomeUncategorizedপূজার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

পূজার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

print news

পূজার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু
গোলাম রব্বানী, হিলি প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজাার টানা ৭ দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে আজ। তবে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক ছিলো দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ থেকে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। দীর্ঘ ছুটির পরে বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হওয়ায় হিলি স্থলবন্দর প্রাণবন্ত হয়ে উঠেছে।

হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক জানান, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সাত দিন বন্দর আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিলো। তবে সরকারি ছুটি ব্যতিত অন্য দিনে বন্দরের ভিতর থেকে আমদানি কারকরা পণ্য লোড আনলোড করতে পেরেছে। পূজার ছুটি শেষে আজ থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি কার্যক্রমসহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আশরাফুল জানান, দূর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

দশ জনপ্রিয় সংবাদ